মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

লোকাল সেলফ গভর্ণমেন্ট এ্যাক্ট ১৮৮৫ বলে প্রতিষ্ঠিত ডিস্ট্রিক্ট বোর্ড প্রতিষ্ঠার পর থেকে শতাব্দীকালের বৃহত্তর স্থানীয় সরকার প্রতিষ্ঠান বর্তমান জেলা পরিষদের প্রশাসনিক ও অন্যান্য কার্যাবলী বিভিন্ন সময়ে প্রণীত আইন অধ্যাদেশ মোতাবেক পরিচালিত হয় এবং জনসাধারনের সেবামূলক কার্যাদী সম্পন্ন করে। নিমণবর্ণিত কার্যাদী উলেস্নখ্যঃ

 

প্রথম তফসিল

প্রথম অংশ

বাধ্যতামূলক কার্যাবলী

[ধারা ২৭(২) দ্রষ্টব্য]

১।       জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা।

২।       উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা।

৩।      সাধারণ পাঠাগারের ব্যবস্থা ও উহার রক্ষণাবেক্ষণ।

৪।       উপজেলা পরিষদ, পৌরসভা  বা সরকার কর্তৃক সংরক্ষিত নহে এই প্রকার জনপথ, কালভার্ট ও ব্রীজ নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন।

৫।       রাস্তার পার্শ্বে ও জনসাধারণের ব্যবহার্য স্থানে বৃক্ষরোপণ ও উহার সংরক্ষণ।

৬।      জনসাধারণের ব্যবহারার্থে উদ্যান, খেলারমাঠ ও উম্মুক্ত স্থানের ব্যবস্থা ও উহাদের রক্ষণাবেক্ষণ।

৭।       সরকারী, উপজেলা পরিষদ বা পৌরসভার রক্ষণাবেক্ষণে নহে খেয়াঘাটের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ।

৮।      সরাইখানা, ডাকবাংলা এবং বিশ্রামাগারের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ।

৯।       জেলা পরিষদের অনুরূপ কার্যাবলী সম্পাদনরত অন্যান্য প্রতিষ্ঠানের সংগে সহযোগিতা।

১০।     উপজেলা ও পৌরসভাকে সহায়তা, সহযোগিতা এবং উৎসাহ প্রদান।

১১।     সরকার কর্তৃক জেলা পরিষদের উপর অর্পিত উন্নয়ন পরিকল্পনার বাসত্মাবায়ন।

১২।     সরকার কর্তৃক আরোপিত অন্যান্য কাজ।

দ্বিতীয় অংশ

ঐচ্ছিক কার্যাবলী

[ধারা ২৭(৩)দ্রষ্টব্য]

১।       বিদ্যালয় স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

২।       ছাত্রাবাসের জন্য দালান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।

৩।      ছাত্র বৃত্তির ব্যবস্থা।

৪।       শিক্ষক প্রশিক্ষণ।

৫।       শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ মঞ্জুরী প্রদান।

৬।      শিক্ষামূলক জরিপ গ্রহণ, শিক্ষাপরিকল্পনা প্রণয়ন এবং উহার বাস্তবায়ন।

৭।       শিক্ষাউন্নয়নের লক্ষ্যে গঠিত সমিতিসমূহের উন্নয়ন ও সাহায্য।

৮।      উপানুষ্ঠানিক শিক্ষাউন্নয়ন।

৯।       স্কুলের শিশু-ছাত্রদের জন্য দুগ্ধ সরবরাহ ও খাদ্যের ব্যবস্থা।

১০।     বই প্রকাশের ও  ছাপাখানা রক্ষণাবেক্ষণ।

১১।     এতিম ও দুস্থ ছাত্রদের জন্য বিনা মূল্যে অথবা কম মূল্যে পাঠ্য পুস্তকের ব্যবস্থা।

১২।     স্কুলের বই এবং ষ্টেশনারী মাল বিক্রয় কেন্দ্র রক্ষণাবেক্ষণ।

১৩।     শিক্ষারউন্নয়নের সহায়ক অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

 

 (খ) সংস্কৃতি

১৪।     তথ্যকেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

১৫।     সাধারণ সাংস্কৃতিমূলক কর্মকান্ড সংগঠন।

১৬।     জনসাধারণের জন্য ক্রীড়া ও  খেলাধুলা উন্য়ন।

১৭।     সরকারী প্রতিষ্ঠান এবং জনসাধারণের ব্যবহার্য স্থানে রেডিও ও টেলিভিশন এর ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ।

১৮।     যাদুকর ও আর্ট-গ্যালারি স্থাপন ও প্রদর্শনীর সংগঠন।

১৯।     পাবলিক হল, কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠান এবং জনসভার জন্য স্থানের ব্যবস্থা।

২০।     নাগরিক শিক্ষারপ্রসার এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও  পুনর্গঠন, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন, কৃষি শিক্ষা, গবাদি পশু প্রজনন সম্পর্কিত এবং জনস্বার্থ সম্পর্কিত অন্যান্য বিষয়ের উপর তথ্য প্রচার।

২১।     মহানবী (সাঃ) এর জন্মদিবস, জাতীয় দিবস, জাতীয় শোক দিবস, শহীদ দিবস ও  অন্যান্য জাতীয় অনুষ্ঠান উদ্যাপন।

২২।     বিশিষ্ট অতিথিগণের অভ্যর্থনা।

২৩।     শরীর চ্চর্চার উন্নয়ন, খেলাধুলার উৎসাহ দান এবং সমাবেশ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া ও খেলাধুলার ব্যবস্থা করা।

২৪।     স্থানীয় এলাকার ঐতিহাসিক এবং আদি বৈশিষ্ট্যসমূহ সংরক্ষণ।

২৫।     সংস্কৃতি উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা।

(গ) সমাজ কল্যাণ

২৬।     দুঃস্থ ব্যক্তিদের জন্য কল্যাণ সদন, আশ্রয় সদন, এতিমখানা, বিধবা সদন এবং অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

২৭।     মৃত নিঃস্ব ব্যক্তিদের দাফনের ও অমেত্মাষ্টিক্রিয়ার ব্যবস্থা করা।

২৮।     ভিক্ষাবৃত্তি, পতিতাবৃতি্, জুয়া, মাদকদ্রব্য সেবন, মদ্যপান, কিশোর অপারধ এবং অন্যন্য সামাজিক অনাচার প্রতিরোধ।

২৯।     জনগণের মধ্যে সামাজিক, নাগরিক এবং দেশপ্রেমমূলক গুণাবলী উন্নয়ন এবং গৌত্র বা গোষ্ঠিগত, বর্ণগত এবং সম্প্রদায়গত কুসংস্কার নিরুৎসাহিত করা।

৩০।     সমাজ সেবার জন্য স্বেচ্ছাসেবকদের সংগঠিত করণ।

৩১।     দরিদ্রদের জন্য আইনগত সহায়তা।

৩২।     নারী ও পশ্চাদপদ শ্রেণীর পরিবারের সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ।

৩৩।    সালিশী ও আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ।

৩৪।     সমাজকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

(ঘ) অর্থনৈতিক কল্যাণ

৩৫।     আদর্শ কৃষিখামার স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

৩৬।    উন্নত কৃষি পদ্ধতি জনপ্রিয়করণ, উন্নত কৃষি যন্ত্রপাতির সংরক্ষণ ও কৃষকগণকে উক্ত যন্ত্রপাতি ধারে প্রদান এবং পতিত জমি চাষের জন্য ব্যবস্থা গ্রহণ।

৩৭।     শস্য পরিসংখ্যান সংরক্ষণ,  ফসলের নিরাপত্তা বিধান, বপনের উদ্দেশ্যে বীজের ঋণদান, রাসায়নিক সার বিতরণ এবং উহার ব্যবহার জনপ্রিয়করণ এবং পশু খাদ্যের মওজুদ গড়িয়া তোলা।

৩৮।    কৃষি ঋণ প্রদান ও কৃষি শিক্ষারউন্নয়ন এবং কৃষি উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

৩৯।     বাঁধ নির্মাণ ও মেরামত এবং কৃষি কাজে ব্যবহার্য পানি সরবরাহ, জমানো ও নিয়ন্ত্রণ।

৪০।     গ্রামাঞ্চলে বনভূমি সংরক্ষণ।

৪১।     ভূমি সংরক্ষণ ও পুনরম্নদ্বার এবং জলাভূমির পানি নিস্কাশন।

৪২।     বাজার স্থাপন, নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ।

৪৩।     গ্রামাঞ্চলের শিল্পসমূহের জন্য কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত সামগ্রির বাজারজাত করণের ব্যবস্থা।

৪৪।     শিল্প-স্কুল স্থাপন, সংরক্ষণ এবং গ্রামভিক্তিক শিল্পের জন্য শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান।

৪৫।     গ্রাম্য বিপণী স্থাপন ও সংরক্ষণ।

৪৬।     সমবায় আন্দোলন জনপ্রিয়করণ ও সমবায় শিক্ষারউন্নতি সাধন।

৪৭।     অর্থনৈতিক কল্যাণের জন্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

                                                ঙ) জনস্বাস্থ্য

৪৮।     জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষারউন্নয়ন।

৪৯।     ম্যালেরিয়া ও সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য প্রকল্প প্রণয়ন ও বাসত্মবায়ন।

৫০।     প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

৫১।     ভ্রাম্যমান চিকিৎসক দল গঠন।

৫২।     চিকিৎসা সাহায্য প্রদানের জন্য সমিতি গঠনে উৎসাহ দান।

৫৩।     চিকিৎসা-শিক্ষারউন্নয়ন এবং চিকিৎসা সাহায্যদানকারী প্রতিষ্ঠানসমূহে অর্থ মঞ্জুরী প্রদান।

৫৪।     কম্পউন্ডার, নার্স এবং অন্যান্য চিকিৎসা কর্মীদের কাজ ও ডেসপেনসারী পরিদর্শন।

৫৫।     ইউনানী, আয়ুর্বেদীয় ও হোমিওপ্যাথিক ডিসপেনসারী প্রতিষ্ঠা, রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন।

৫৬।     স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদন ও শিশু মংগল কেন্দ্র স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন, ধাত্রীদের প্রশিক্ষণদান এবং মাতা ও শিশুদের কল্যাণের জন্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

৫৭।     পশু-পাখীর ব্যাধি দূরীকরণ এবং পশু-পাখীদের মধ্যে ছোঁয়াচে রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ।
৫৮।     গবাদি পশু সম্পদ সংরক্ষণ।

৫৯।     চারম্নণভূমির ব্যবস্থা ও উন্নয়ন।

৬০।     দুগ্ধ সরবরাহ নিয়ন্ত্রণ, দুগ্ধপল্লী স্থাপন এবং স্বাস্থ্যসম্মত আসত্মাবলের ব্যবস্থা ও নিয়ন্ত্রণ।

৬১ ।    গবাদি খামার ও দুগ্ধ খামার স্থাপন ও সংরক্ষণ।

৬২।     হাঁস মুরগীর খামার স্থাপন ও সংরক্ষণ।

৬৩।    জনস্বাস্থ্য, পশুপালন ও পাখী কল্যাণ উন্নয়নের জন্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

(চ) গণপূর্ত

৬৪।     যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন।

৬৫।     পানি নিস্কাশন পানি সরবরাহ ব্যবস্থা, ভূ-উপরিস্থ সুপেয় পানির জলাশয় সংরক্ষণ, বৃষ্টির পানি সংরক্ষণ, রাসত্মা পাকাকরণ ও অন্যান্য জনহিতকর অত্যাবশ্যকীয় কাজ করা।

৬৬।    স্থানীয় এলাকার নক্শা প্রণয়ন।

৬৭।     এই আইন বা অন্য কোন আইনের অধীনে ন্যসত্ম কোন দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় অথচ এই আইনের অন্যত্র উলেস্নখ নাই এমন জনকল্যাণমূলক অত্যাবশ্যকীয় কাজের নির্মাণ ও ব্যবস্থাপনা।

(ছ) সাধারণ

৬৮।    স্থানীয় এলাকা ও উহার অধিবাসীদের ধর্মীয়, নৈতিক ও বৈষয়িক উন্নতি সাধনের জন্য ব্যবস্থা গ্রহণ।

 

বর্তমানে জেলা পরিষদ উল্লিখিত কার্যাবলী ছাড়াও সরকার কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করে আসছে।

 

ছবি


সংযুক্তি