Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আইসিটি শাখা
বিস্তারিত

জেলা প্রশাসনের তথ্য ও প্রযুক্তি, ডিজিটাল সম্পর্কিত বিভিন্ন কাজ এ শাখা হতে করা হয়।


নাগরিক সেবা
  • ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেবিভিন্ন তথ্য  উপাত্ত সরবরাহ করে নিয়মিত ওয়েব পোর্টালে আপডেট করা হয়।
  • ই-সার্ভিস এর মাধ্যমে নাগরিকসেবা সম্পকির্ত তথ্য প্রচার করা।
  • UISC এর মাধ্যমে নাগরিক সেবা প্রদান
  • ন্যাশনাল ওয়েব পোর্টালের মাধ্যমে সরকারিবিভিন্ন অফিসের তথ্য হালনাগাদকরণ ।
  • আইসিটি সংক্রান্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়ন ।
  • জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাসিক নিয়মিত সভা করা হয়।
  • BCC হতে শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ল্যাবে বিভিন্ন ধরনের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান।
  • UDC তথ্য সেবা কেন্দ্রের প্রতিবেদন গ্রহণ ও প্রেরণ।
  • সার্ভার মেইনটিন্যান্স সংক্রান্ত সকল কার্যক্রম তদারকিকরা ।
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সোব পৌঁছে দেয়ার কার্যক্রম সমন্বয়, তদারকি ও পরিবীক্ষণ
  • অন্যান্য সরকারি দপ্তরকে এতদসংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদান (সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচী ভিত্তিক) এবং
  • এতদসংক্রান্ত প্রচার প্রচারনা পরিচালনা এবং জনগণকে নাগরিক সেবা পেতে উদ্ধুব্ধ করা।

চলতি প্রকল্পসমূহ

১।  ই-নথি সিস্টেটেম

২।  জাতীয় তথ্য বাতায়ন

৩।  ইনফো সরকার- ২ ও ৩

 

 


কার্যক্রম

·         ন্যাশনাল ওয়েব পোর্টাল বাস্তবাযয়ন ও এর কার্যক্রম পর্যবেক্ষণ করা।

·         ন্যাশনাই ই-সার্ভিস সিস্টেম বাস্তবায়ন ও এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।

·         জেলা ও উপজেলার ওয়েব পোর্টাল এবং ইউনিয়ন পোর্টাল হালনাগাদ করণ।

·         জেলা পর্যায়ে আইসিটি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করা।

·         জেলা পর্যায়ে মাসিক আইসিটি বিষয়ক সভা আহবান ও পরিচালনা করা।

·         জেলা ইনোভেশন টীমের  মাসিক সভা আহবান ও পরিচালনা করা।

·         অফিসের কর্মকান্ডে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি)এর সর্বোত্তম    

           ব্যবহার।

·         ভিডিও কনফারেন্সের আয়োজন।

·         ই-গভর্নেন্স এবং ই-রিপোটিং বাস্তবায়ন।

·         তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণ।

·         BCC হতে শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ল্যাবে বিভিন্ন ধরনের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান।

·         UDC তথ্য সেবা কেন্দ্রের প্রতিবেদন গ্রহণ ও প্রেরণ।

·         জেলা, উপজেলার ও ইউনিয়ন পর্যায়ে স্থাপিত/স্থাপিতব্য ই-সেবা কেন্দ্রসমূহের সুষ্ঠু

          ব্যবস্থাপনা ও পরিচালনা নিশ্চিতকরণ।

·         বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন সংক্রান্ত কার্যক্রম।

·         লার্নিং এন্ড আর্নিং বিষয়ক প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন সংক্রান্ত কার্যক্রম

·         ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণে অত্র শাখা হতে কম্পিউটার ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রম

          গ্রহণ করা হয়ে থাকে।

·         ল্যান কার্যক্রম সঠিকভাবে পরিচালনা।

·         অনলাইনের মাধ্যেমে সকল কার্যক্রম চালু করণ।


যোগাযোগ

আইসিটি শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম ফোনঃ ০২৫৮৯৯-৫০০৪০, ই-মেইলঃ acictkurigram@mopa.gov.bd, ictkurigram@gmail.com


অন্যান্য

ওয়েব পোর্টাল ও ই-নথির কাজে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি অনান্য অফিস কে সহযোগীতা করা হয়।


ছবি
www.kurigram.gov.bd/dcoffice_section/a816d629_1902_11e7_9461_286ed488c766/eabc595d315b967219d020d4e0fb7225.png
ভারপ্রাপ্ত কর্মকর্তা